বালুরঘাট: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে দুই মহিলাকে ধরল পুলিশ, চাঞ্চল্য হাসপাতালে
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। বুধবার রাত দশটায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে বালুরঘাট থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিল। ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা পুলিশ।