শীতলকুচি: শীতলকুচি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শীতলকুচি বাজারে খুচরো পয়সা লেনদেনের বিষয়ে মাইকিং।
দীর্ঘদিন ধরেই শীতলকুচি বাজারে খুচরো টাকা লেনদেন নিয়ে জটিলতা চলছিল। কখনও ক্রেতা অভিযোগ করেছেন— ব্যবসায়ীরা খুচরো টাকা নিচ্ছেন না, আবার ব্যবসায়ীদের দাবি— গ্রাহকরাই খুচরো দিতে বা নিতে চাইছেন না। এই পারস্পরিক টানাপোড়েনের জেরে প্রায়ই ছোটখাটো বিতণ্ডার ঘটনা ঘটত শীতলকুচি বাজারে। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের জন্য শীতলকুচি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খুচরো পয়সা লেনদেনের বিষয়ে মাইকিং করা হলো।