চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার ঘুটিয়া বাজারে শ্যামা পূজোর উদ্বোধন করলেন বিধায়ক
ঘুটিিয়া বাজারে শ্যামা পূজার উদ্বোধন করলেন বিধায়ক। চুঁচুড়ার ঘুটিয়া বাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো সমিতির পুজো এ বছর ৮১ তম বর্ষে পদার্পণ করেছে। চুঁচুড়া শহরের পুরনো পুজো গুলির মধ্যে এটি অন্যতম। শনিবার সেই পুজোর উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।