সামশেরগঞ্জ: খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে উত্তাল সামশেরগঞ্জ, পথ অবরোধ বিজেপির
উত্তরবঙ্গে বিজেপির সাংসদ, বিধায়কদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সামসেরগঞ্জে বিজেপির পথ অবরোধ। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় খগেন মুর্মুকে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সামশেরগঞ্জের ১২ নম্বর জাতীয় সড়কের ঘোষপাড়া মোড়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানান বিজেপি নেতৃত্ব।