আলিপুরদুয়ার ১: বীরপাড়ায় কালজানি নদীর পাশে ছট পুজোর ঘাট তৈরিতে তোড়জোড় ঘাট পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস জনপ্রতিনিধিদের
আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ছট পুজোর আয়োজন চলছে জোর কদমে।বিভিন্ন জায়গায় ঘাট তৈরির কাজও শুরু হয়েছে।শনিবার আবার আলিপুরদুয়ার -১ ব্লকের বীরপাড়ায় কালজানি নদীর পাশে ছট পুজোর আয়োজন দেখা যায়। কালজানি নদীর দুই পাশেই কয়েক হাজার ছট ব্রতি পুজো করে।এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ছট পুজোর ঘাট পরির্দশন করেন আলিপুরদুয়ার -১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযুষ কান্তি রায়।