তেলিয়ামুড়া: তেঃমুড়া পুর পরিষদের 5 নং ওয়ার্ডের কামরাজ মাঠ এলাকায় ব্রিক সলিং উইথ প্রোটেকশন ওয়াল এর কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান
রবিবার দুপুর ১২ ঘটিকায় তেলিয়ামুড়া পরিষদের পাঁচ নং ওয়ার্ডের কামরাজ মাঠ এলাকায় ব্রিক সোলিং উইথ প্রোটেকশন ওয়াল এর কাজ পরিদর্শন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। কাজের গুণগত মান ঠিক আছে কিনা পরিদর্শনকালে তিনি দেখে আসেন। উনার সঙ্গে ছিলেন 5 নং ওয়ার্ডের কাউন্সিলর বিমল রক্ষিত।