ইংরেজবাজার: কৃষ্ণ পার্ক উন্নয়ন সমিতি! থিমের পূজো না হলেও বহু মানুষ এই পুজোর সাথে জড়িত সকাল থেকে শামিল এলাকাবাসী
কৃষ্ণ পাক উন্নয়ন সমিতি। পূজোর কোন থিম না থাকলেও ইংলিশ বাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পার্ক এলাকার মানুষজন মিলিত হয়ে এই পুজোর আয়োজন করে। বহু বছর ধরে হয়েছে এই পুজো। আজ অর্থাৎ বুধবার মহানবমী পূজা অনুষ্ঠিত হয় সকাল আনুমানিক ১১ টা নাগাদ।