আলিপুরদুয়ার ১: সাহেবপোঁতায় SIR নিয়ে বিজেপির সাংগঠনিক সভা,CAA নিয়ে শিবিরের ভাবনা
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ার -১ ব্লকের সাহেবপোঁতা এলাকায় বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পাতলাখাওয়া অঞ্চল বিজেপির নেতাদের নিয়ে এদিন সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি রূপন দাস সহ অন্য নেতারা।মূলত এদিন বিএলএ -২ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।বিএলএ -২ দের কিভাবে কাজ করতে হবে সেটা নিয়েও আলোচনা হয়। বিজেপি সূত্রে খবর রাজ্য SIR হলে কি ভূমিকা থাকবে সেটা নিয়ে আলোচনা হয়।