সাব্রুম: সাব্রুমে পুলিশের শুদ্ধি অভিযানে বড় সাফল্য,১০৫ বোতল বিলিতি মদ আটক থাইবুং পালপাড়া ও জলেফা রামজি পাড়া থেকে
সাব্রুমে পুলিশের শুদ্ধি অভিযানে বড় সাফল্য,১০৫ বোতল বিলিতি মদ আটক দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিক আই.পি.এস মরিয়া কৃষ্ণার নির্দেশক্রমে পূজার দিনগুলিকে নেশামুক্ত রাখতে বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করে ব্যাপক সাফল্য অর্জন করল সাব্রুম থানার পুলিশ। মঙ্গলবার থাইবুং পালপাড়া ও জলেফা রামজি পাড়া থেকে পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১০৫ বোতল বিলিতি মদ আটক করতে সক্ষম হয়। সাব্রুম থানার পুলিশ আধিকারিক