রঘুনাথপুর ২: মন্হার জেরে পাকা ধানে মই,ক্ষেত ভর্তি জল,ব্যাপক ক্ষতিগ্রস্ত রঘুনাথপুর ২ব্লকের চাষিরা,মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন
মন্হার জেরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত। পাকা ধানে মই দিল মন্হা।মাথায় হাত চাষিদের। আমন ধান চাষিদের চিন্তায় ঘুম ছুটেছে।তাকিয়ে মুখ্যমন্ত্রীর দিকে।রঘুনাথপুর ২ ব্লকের বিভিন্ন গ্রামের চাষিরা জানান প্রায় সপ্তাহ খানেক ধরে মন্হার জেরে বৃষ্টিপাত হয়ে চলেছে বিভিন্ন এলাকার পাশাপাশি রঘুনাথপুর 2ব্লকজুড়ে।যার ফলে ক্ষতিগ্রস্ত মাঠের পাকা ধান।মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন এই ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য।