পান্ডুয়া: পান্ডুয়া থানা অনুমোদিত নৈশ প্রতিরোধ বাহিনীর বার্ষিক সভা অনুষ্ঠিত হল বৈচি গ্রাম দক্ষিণপাড়ার একটি ভবনে
Pandua, Hooghly | Nov 23, 2025 পান্ডুয়া থানা অনুমোদিত নৈশ প্রতিরোধ বাহিনীর বার্ষিক সভা অনুষ্ঠিত হল বৈচি গ্রাম দক্ষিণপাড়ার একটি ভবনে। আজ রবিবার রাত আটটা নাগাদ নৈশ প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে জানান হয় ১৯৯৫ সালে পান্ডুয়া থানা অনুমোদিত এই নৈশ প্রতিরোধ বাহিনী তৈরি হয়েছিল এলাকায় রাতের অন্ধকারে অপরাধমূলক কাজকর্ম রুখতে রাত্রি পাহাড়ের জন্য। সেই থেকেই নিজ নিজ এলাকার রাত্রি পাহাড়ার ব্যবস্থা করেছিল নৈশ প্রতিরোধ বাহিনীর মধ্য দিয়ে ব্লকের,,