নলহাটি ২: গভীর রাতে কুমারসান্ডা গ্রামে আগুনে পুড়ে ছারখার হয়ে গেলো একটি মাটির বাড়ি
আগুনে পুড়ে ভশ্মিভূত হয়ে গেল একটি মাটির বাড়ি।ঘটনাটি ঘটেছে নলহাটি দুই নম্বর ব্লকের কুমারসান্ডা গ্রামের সামদুল শেখের বাড়ি।৩০ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সেই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।রাত বারোটা নাগাদ আগুন লাগে। তবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে।আগুনে পুড়ে দুটি ছাগল মারা যায় ও একটি গরু গুরুতর আহত হয়। এছাড়াও আসবাবপত্র, জামাকাপড়, দরকারি কাগজ পত্র সহ আরো অনান্য জিনিসপত্র সব পুড়ে ছারখার হয়ে যায়।