পাড়া: সাঁওতালডি DAV স্কুল বিল্ডিং নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ
Para, Purulia | Sep 15, 2025 ন্যায্য অধিকার ও শ্রমিক কল্যাণ সংক্রান্ত একাধিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হলেন পুরুলিয়ার সাঁওতালডি DAV স্কুল বিল্ডিং নির্মাণে কর্মরত শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ তাঁরা নির্মাণ কাজের সাইটের গেটে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে কাজ করলেও এখনো পর্যন্ত তাঁরা পাননি সচিত্র পরিচয়পত্র, মজুরি কার্ড, ন্যায্য মজুরি, PF, ESI ও পুজোর বোনাস সহ ইত্যাদি দাবিতে বিক্ষোভ দেখানো হয়। শ্রমিকরা জানান তাদের দাবি গুলি না মানা হলে আগামী দিনে