কাঁথি ১: দীঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ গ্রেফতার ২,ধৃতদের কাঁথি আদালতে
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দীঘা থানার পুলিশ।ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।দিন কয়েক আগে মান্দারমনি ও দীঘা মোহনা এলাকায় মধুচক্রে আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন।