ইসলামপুর: ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং পাঠাগোড়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন এসপি জবি থমাস
ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার পাঠাগোড়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় সোমবার দুপুর ১ টার সময় পাটাগাড়া বালিকা বিদ্যালয় রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ এর আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস,ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস থেকে শুরু করে পাঠাগোড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমি আলী থেকে শুরু করে বিভিন্ন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের হাত থেকে বস্ত্র প্রদান কর