মাথাভাঙা ১: মাথাভাঙ্গা সুটুঙ্গা নদীর জলকে দূষণমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে আবর্জনা সরিয়ে দেওয়া হয়
দীপাবলি শেষে বিভিন্ন মানুষ মাথাভাঙা সুটুঙ্গা নদীতে কলা গাছ মাটির প্রদীপ জলে ফেলে জল দূষণ করছেন। এই জল দূষণ রুখতে মাথাভাঙা প্রশাসনের পক্ষ থেকে নদীতে ফেলা কলা গাছ জল থেকে তুলে দূষণ মুক্ত করতে অভিযান। বুধবার বিকেল চারটা নাগাদ মাথাভাঙ্গা শুটুঙ্গা নদীতে দেখা গেল এই চিত্র। এদিন মাথাভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে । মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার বলেন দীপাবলিতে বিভিন্ন মানুষ কোন অজ্ঞাত কারণে নদীর জলে কলা গাছ এবং মাটির প্রদীপ ফেলে রেখেছিল।