বর্ধমান ১: "আমি তো টিয়াপাখি নিয়ে বসে নেই,জ্যোতিষচর্চাও করি না" বর্ধমানে SIR নিয়ে ঠিক কি বললেন BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বর্ধমানের জেলা বিজেপির কার্যালয় এলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এসআইআরে এক কোটি নাম বাদ পড়বে?সেখানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি তো টিয়াপাখি নিয়ে বসে নেই। জ্যোতিষচর্চাও করি না। এসআইআরে ভুয়ো,মৃত ভোটার,বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের দায়িত্ব নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা। তারা খসড়া তালিকা প্রকাশ করবেন। তারপর সংযোজন,বিয়োজন হবে। তখন দেখা যাবে কি হয়।