পান্ডুয়া: পান্ডুয়ার মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতি ও তরুণ সংঘের কালীপূজায় এ বছর ৫৮ তম বর্ষে পদার্পণ করল
Pandua, Hooghly | Oct 22, 2025 পান্ডুয়ার মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতি ও তরুণ সংঘের কালীপূজায় এ বছর ৫৮ তম বর্ষে পদার্পণ করল। আজ বুধবার তৃতীয় দিনের সন্ধ্যায় তাদের পূজা মন্ডবে দর্শনার্থীদের ভিড় চোখে পড়বার মতন। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ পুজো উদ্যোক্তারা জানান এবছর তাদের বিবিত বর্ণ নামে কাল্পনিক এক থিমের আদলে তৈরি পুজো প্যান্ডেল রড বাঁশদরি কাপড় ফর্ম ইত্যাদি দিয়ে সুসজ্জিত পাশাপাশি জিটি রোডের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাদের আলোকসজ্জা নজর কাটছে,,