শালিপুর অঞ্চল কৃষক সভার উদ্যোগে হাড়োয়া ব্লকের গোয়ালপোতা এলাকায় প্রয়াত কমরেড রফিকুল ইসলাম ও কমরেড মোদাচ্ছের গোলদারের স্মরণ সভা এবং বাংলা বাঁচাও এর আহ্বানে পথসভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলী খান,অধীর রঞ্জন মল্লিক,অনাদি গোলদার,মহিদ মোল্লা, নজরুল বিশ্বাস,মালতি গোলদার, দীনবন্ধু মন্ডল সহ অন্যান্যরা।