বরাবাজার: বরাবাজার রাজাপাড়ায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভা, উপস্থিত বলরামপুর বিধানসভার বিধায়ক
ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল ২ এর উদ্যোগে বরাবাজার রাজাপাড়ায় আয়োজিত হলো পরিবর্তন সভা বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লবসেন বাস্কে,বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দেন উপস্থিত বক্তারা।