"স্বচ্ছতা হি সেবা" কর্মসূচিকে সামনে রেখে পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায় একটি সচেতনতামূলক পদযাত্রায় পথে নামল আদ্রা RPF। আজ মঙ্গলবার দুপুর প্রায় ২ টো নাগাদ আদ্রা রেল শহরে একটি সচেতনতামূলক পদযাত্রার মধ্য দিয়ে যে কর্মসূচিতে পথে নামেন আদ্রা ডিভিশনের RPF এর জওয়ানেরা। এদিনের পদযাত্রার মধ্য দিয়ে মূলত সমাজকে স্বচ্ছ রাখার বার্তা দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে।