কালচিনি: দক্ষিণ লতাবাড়িতে হাতির হানায় জখম যুবক, বনদফতরের রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর
হাতির হানায় জখম যুবক। গ্ৰামবাসীরা বনদফতরের রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হল। রবিবার দুপুর দুটা নাগাদ এলাকার বাসিন্দারা বক্স ব্যাঘ্র প্রকল্পের নিমাতি রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে এদিন ভোর রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায় বুনো হাতি হানা দেয়। বুনো হাতি এলাকার বাসিন্দা সুশীল বর্মণের বাড়িতে হানা দেয় এবং তার ১৭ বর্ষীয় ছেলে জয়দেব বর্মণকে ঘর থেকে টেনে বের করে আক্রমণ চালায়।