তেলিয়ামুড়া: কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ কল্যাণপুর শাখার উদ্যোগে একদিনের সম্মেলন করাহয়,উপস্থিত ছিলেনMLA
রবিবার দুপুর ১২ ঘটিকায় কল্যাণপুর লোটাস কমিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ কল্যাণপুর শাখার উদ্যোগে একদিনের সম্মেলন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বর্তমান সরকার থেকে কর্মচারীরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এবং আগামী দিনে কি সুযোগ সুবিধা পাবে তা নিয়ে আলোচনা করে বিধায়ক।