বহরমপুর: অকাল বৃষ্টিতে বহরমপুরের গির্জামোড় সহ একাধিক এলাকায় হাঁটু জল,
জলমগ্নরাস্তাতে সমস্যাই এলাকার সাধারণ মানুষ
আজ সকাল থেকে মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী এলাকা তথা বহরমপুর শহর জুড়ে নেমে আসে বৃষ্টি যার ফলে এলাকার সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন জলমগ্ন হয়ে পড়েছে বহরমপুরের একাধিক রাস্তাঘাট শহরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা হল গির্জার মোর্জা বর্তমানে জলমগ্ন সমস্যা এলাকার সাধারণ মানুষ