নিতুড়িয়া: নিতুড়িয়ার দীঘা ও সালতোড় অঞ্চলের SIR এর ফর্ম ফিলাপ করলেন দলের নেতৃত্ব বৃন্দদের সাথে নিয়ে তৃণমূল নেতা অমর চন্দ্র মাজি
রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়ার কাজ। অনেকেই এই SIRএর ফর্ম ফিলাপ করতে না পারায় মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের কাশীডাঙ্গা, জর্নাদন্ডি এবং সালতোড় অঞ্চলের বাঘারডাঙ্গা সহ SIRএর সহায়তা শিবিরে ফর্ম ফিলাপ করে সহায়তা করতে দেখা গেল দলের নেতৃত্ব বৃন্দদের সাথে নিতুড়িয়া ব্লক তৃণমূলের সভাপতি অমর চন্দ্র মাজিকে। তিনি জানান এদিন দলের নেতৃত্ব বৃন্দদের সাথে বাংলার ভোট রক্ষা শিবিরে SIRএর ফর্ম পূরণ করে সহায়তা করে ব্লক সভাপতি অমর চন্দ্র মাজি।