সীমলাপাল: সিমলাপালের হেত্যাগড়ায় বাস দুর্ঘটনা, বাসের সামনের চাকা ফেটে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানাল
আজ বিকেলে বাঁকুড়া–ঝাড়গ্রাম রাজ্য সড়কের সিমলাপালের হেত্যাগড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে নেমে যায় টাটা থেকে বিষ্ণুপুরগামী একটি যাত্রীবাহী বাস। পুলিশ জানিয়েছে, চলন্ত অবস্থায় বাসটির সামনের চাকা হঠাৎ ফেটে যায়, ফলে নিয়ন্ত্রণ হারান চালক। আহত সাত যাত্রীকে সিমলাপাল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, খারাপ রাস্তার কারণেই দুর্ঘটনা বেড়ে চলেছে, প্রশাসনের নজর প্রয়োজন।