ঘাটাল: ৩৭ তম ঘাটাল উৎসব ও শিশু মেলার টেন্ডারে দর ১ কোটি ৬৫ লক্ষ টাকা, শুধু লাইটেই দর উঠেছে ১৬ লক্ষ টাকা
প্রতি বছরের মতো এবারেও ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল। মেলা কমিটির পক্ষ থেকে ২০২৬ সালের ৩৭ তম মেলা পরিচালনার জন্য ওপেন টেন্ডার ডাকা হয়েছিল। ঘাটাল উৎসব ও শিশু মেলা-২০২৬ কমিটির যুগ্ম সম্পাদক তথা ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা আজ সোমবার বিকেল প্রায় ৫. ৩০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে জানান, এই টেন্ডার দুটি পর্যায়ে বিভক্ত ছিল। এর মধ্যে শুধুমাত্র মেলার মাঠের জন্য টেন্ডারে দর উঠেছে ১ কোটি ৪৯ লক্ষ ১০ হাজার টাকা।