করিমপুর দুই নম্বর ব্লকের মুরুটিয়ায় মুরুটিয়া মালিথাাপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে একটি ইসলামিক ধর্ম সবার আয়োজন করা হলো। মরুটিয়া মালিদাপাড়া যুবগোষ্ঠীর উদ্যোগে মরুটিয়া পালিতাপাড়া ইয়ংস্টার ক্লাবের মাঠে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল।