বড়ঞা: প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত পাঁচথুপি! ১৫০তম জন্মজয়ন্তীতে রঙিন শোভাযাত্রা
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার বিকেলে মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এই কর্মসূচিকে আয়জন করা হয়েছিল। কর্মসূচির শুরুতে সর্দার প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। পরে জাতীয় পতাকা হাতে কয়েকশো মানুষ পদযাত্রায় সামিল হন।