আলিপুরদুয়ার ২: জীবন যন্ত্রণায় ভুগছে আমজনতা দেখা গেল মাঝের ডাবরি এলাকায় গিয়ে
স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেছে তবুও বাঁশের সাঁকো কিংবা নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমজনতাকে। চাপরের পার দুই এবং মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত কে দ্বিধাবিভক্ত করে দিয়েছে চেকো নদী । জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে আমজনতাকে এমনটাই দেখা গেল শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ওই এলাকায় গিয়ে। আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের ভেলুরডাবরী এলাকা থেকে চেকো নদী পার হয়ে খুব সহজে আলিপুরদুয়ার কোর্ট এলাকায় যাতায়াত করা যায়।