তমলুক: কুমারহাট গ্রামে হোশিয়ারি কারখানা বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
পূর্ব মেদিনীপুর জেলার কুমারহাট গ্রামে আজ সকালে একটি হুঁশিয়ারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যায় কারখানাটি, ঘটনা স্থলে এসে পৌছায়ে দমকলের দুটি ইঞ্জিন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতেরশর্ট সার্কিটের ফলে এই বিপত্তি ঘটতে পারে তবে কেউ কেউ মনে করছেনআতশবাজির আগুনের ফুলকি থেকে হতেপারে তবে এই অগ্নিকাণ্ডে জেরে কয়েক লক্ষ টাকার হশিয়ারি দ্রব্য ও যন্ত্রাংশ নষ্ট হয়েছে |কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করছে দমকল বিভাগ ও পুলিশ