পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকের বাজকুলে বাজকুল মিলনী কলেজ ময়দানে অগ্রণী মহিলা সঙ্ঘের উদ্যোগে আগামী ১২,১৩ই জানুয়ারি দুই দিন ব্যাপী পিঠে পুলি উৎসব-২০২৫অনুষ্ঠিত হবে।মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানালেন সঙ্ঘের সম্পাদিকা ইন্দ্রানী মাইতি মন্ডল। তিনি আরো বলেন গ্রামীন মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা পিঠে পুলি উৎসবের তৃতীয় বর্ষের দুই দিন ব্যাপী করার উদ্যোগ গ্রহণ করেছি।এই উৎসবে সকলকে আহবান জানিয়েছেন সংস্থার সম্পাদিকা ইন্দ্রানী মাইতি মন্ডল