কেতুগ্রামে বধূকে গলা টিপে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত বধূর নাম বিউটি মাঝি, বয়স ২৬ বছর। শনিবার তাঁর দেহ উদ্ধার করে কেতুগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনার পর থেকে বিউটির স্বামী নীলকন্ঠ মাঝি পলাতক। রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিউটির শ্বশুর গদাই মাঝি ও শাশুড়ি সনকা মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।