নানুর: দাসকলগ্ৰাম কড়েয়া ২নং অঞ্চলের কড়েয়া গ্ৰামে আয়োজিত পাড়ায় সমাধান ক্যাম্প
Nanoor, Birbhum | Sep 19, 2025 আজ অর্থাৎ শুক্রবার দাসকলগ্ৰাম কড়েয়া ২নং অঞ্চলের কড়েয়া হাইস্কুলে আয়োজিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। এদিন সেখানে ১৮৬, ১৮৭ ও ১৮৮ নং বুথের সমস্ত গ্ৰামবাসি দের নিয়ে আয়োজিত হয় ওই ক্যাম্প। উপস্থিত ছিলেন- জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সদস্য রমেশ কুমার সাহা, পঞ্চায়েত প্রধান থেকে শুরু নানুর ব্লক প্রশাসনের আধিকারিক রা।ওই ক্যাম্পে এলাকাবাসীরা গ্ৰামের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন প্রশাসনের আধিকারিক দের কাছে।