ডায়মন্ডহারবার ২: স্বামী তৈলকচরণের জন্মজয়ন্তী উপলক্ষে মাথুর এলাকায় নগর পরিক্রমা করেন ভক্তরা
স্বামী তৈলকচরণ এর জন্ম জয়ন্তী তিথি উপলক্ষে রবিবার দিন বেলা বারোটা থেকে মাথুর এলাকায় নগর পরিভ্রমণ করেন ভক্তরা। এদিন খোল করতাল সহযোগে কীর্তন করেন ভক্তরা। মাথুরের বিভিন্ন এলাকায় তারা ঘোরেন। প্রতি বছরই এই জন্ম তিথি অনুযায়ী একাধিক অনুষ্ঠান করে থাকেন ভক্তেরা তার মধ্যে আজ প্রতিবছরের মতো এই বছরও মাথুর এলাকায় নগর পরিভ্রমণ করেন ভক্তগণ। পাশাপাশি এইদিন স্বামী তৈলকচরণ এর মাহাত্ম্য ও তার বিভিন্ন ধরনের বাণী মানুষের মধ্যে প্রচার করেন ভক্তরা।