হাইব্রিড মাগুর মাছের চাষ করে যুবক ভাইদের নতুন করে রোজগারের পথ দেখাচ্ছেন পানুয়া গ্রামের এক যুবক। বুধবার ৫:৩০ মিনিটে ওই যুবক জানান বছরে দুইবার মাছ বিক্রি করতে পারছি ভালো দামে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা অঞ্চলের পানোয়া গ্রামে হাইব্রিড মাগুর মাছ চাষ করে যুবক সম্প্রদায়কে রোজকারের নতুন পথ দেখাচ্ছেন এক যুবক। তিনি জানান পোল্ট্রি মুরগি চাষের থেকে মাছ চাষে অনেক লাভ রয়েছে।