নলহাটি ১: নলহাটিতে তৃণমূলের বিজয়া সম্মেলনে উপস্থিত সাংসদ শতাব্দী রায় ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল
নলহাটিতে তৃণমূলের বিজয়া সম্মেলনে উপস্থিত সাংসদ শতাব্দী রায় ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল,আজবিকেল ৪:৩০ টা নাগাদ নলহাটির একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো নলহাটি ১ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন,আজ এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়,বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল,রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক অশোক চ্যাটার্জী, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, INTTUC বীরভূম জেলা সভাপতি ।