চোপড়া B.D.O এর কাছে গণ ইস্তফার লিখিত অভিযোগ নিয়ে হাজির চোপড়ার বি.এল.ও দের একাংশ। বৃহস্পতিবার চোপড়া বিডিও এর কাছে গণ ইস্তফার লিখিত নিয়ে পৌঁছন চোপড়ার BLO রা, তাদের অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্ত নথি সংগ্রহ করে নির্বাচন কমিশনের দেওয়া পোর্টালে আপলোড করেছেন,তবে দেখা যাচ্ছে প্রথম পর্বের শুনানির পর legal discrepancy এর কারণে বহু ভোটারের ফের শুনানির নোটিশ জারী করেছে নির্বাচন কমিশন,এই সুনানিকে ঘিরে হয়র