কুমারগ্রাম: রাধানগরে দোকানের পেছনের ঘর থেকে উদ্ধার ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
রবিবার দুপুরে রাধানগর এলাকায় উদ্ধার হল এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। মৃতের নাম হরিপদ দাস (৫৭)। তিনি বারবিশার বাসিন্দা। রাধানগরে হরিপদ দাসের ওষুধের দোকান রয়েছে। ওই দোকানের পেছনের ঘরে তাঁকে এদিন ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সবদিক খতিয়ে দেখে ঝুলন্ত দেহ উদ্ধার করে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে পুলিশ।