ঠাকুরপুকুর-মহেশতলা: মহেশতলা সেবা সংঘের ক্লাবের এ বছরের শ্যামা কালী পূজার থিম মহাশ্মশান এই পূজা মন্ডপ দেখার জন্য এলাকাবাসীদের উপছে পড়া ভিড়
মহেশতলা কাঁকুরিয়া এলাকার সেবা সংঘের ক্লাবের এ বছরের শ্যামা কালী পূজার থিম মহাশ্মশান সেই মহাশ্মশান দেখার জন্য এলাকার মানুষজনেরা ভিড় জমিয়েছে পূজা মন্ডপের কাছে। জীবন্ত তান্ত্রিকেরা শব সাধনায় মত্ত। এলাকার মানুষদের উপছে পড়া ভিড় এই পূজা মন্ডপের সামনে।