তমলুক: মহানবমীতে মাঙ্গলিক উপাচার মেনে বিবেকানন্দ সঙ্ঘের ৬৫তম বর্ষের দুর্গোৎসবে আজ চন্ডীপুর অনুষ্ঠিত হল কুমারী পুজো
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার চন্ডিপুরে মাঙ্গলিক উপাচার মেনে আজ কুমারী পূজার আয়োজন করলো বিবেকানন্দ সংঘ। বিবেকানন্দ সংঘের দুর্গোৎসব এবার৬৫তম বর্ষে পদার্পন করলো।মহানবমী তিথিতে মাঙ্গলিক উপাচার মেনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল কুমারী পুজোর। এই কুমারী পূজা দেখতে ভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়