পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রাস উৎসব উপলক্ষে জীবন দিসব ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবীজ সংস্থার উদ্যোগে এলাকার মানুষদের মশারি বিতরণ করা হলো। ডেঙ্গু থেকে বাঁচতে ডেঙ্গুর সচেতন ও তার বার্তা দিয়ে এই মশারি প্রদান করা হয়।পাশাপাশি রাস উৎসব উপলক্ষে প্রসাদ খাওয়ানো হয় মানুষকে।