ধূপগুড়ি: ধুপগুড়ি পৌর ভোটের দাবিতে আন্দোলন ধূপগুড়ি নাগরিক মঞ্চের,টিভিতে মুখ দেখানোই উদ্দেশ্য, কটাক্ষ ভাইস চেয়ারম্যানের
পৌর ভোটের দাবিতে আন্দোলন ধূপগুড়ি নাগরিক মঞ্চের,টিভিতে মুখ দেখানোই উদ্দেশ্য, কটাক্ষ ভাইস চেয়ারম্যানের। ধূপগুড়ি পৌর ভোটের দাবিতে আন্দোলন শুরু করলো ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। "তোরা যে যা বলিস ভাই, আমাদের পৌরসভা নির্বাচন চাই"এইভাবে ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় পোস্টারিং করে প্রতিবাদ জানালো ধূপগুড়ি নাগরিক মঞ্চ।দীর্ঘ তিন বছর ধরে ধূপগুড়ি পৌরসভাতে ভোট নেই। চার সদস্যের প্রশাসক বোর্ড চালাচ্ছে পৌরসভা। আর এতেই ক্ষোভে ফেটে পড়ছেন শহরের একাংশ মানুষ।