কাটোয়া ১: এক বছরে ১১ কাটোয়ায় ভাগীরথী জলে ডুবে জনের মৃত্যু! গঙ্গায় স্নানে মৃত্যু রুখতে প্রশাসনের কাটোয়ায় ৬টি ঘাট পরিদর্শন
গঙ্গায় স্নানে মৃত্যু রুখতে প্রশাসনের উদ্যোগ, কাটোয়ায় ছয়টি ঘাট পরিদর্শন।গত এক বছরে কাটোয়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জনের। সম্প্রতি ছটপুজোর স্নানে আরও দুই যুবকের মৃত্যুর ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে গঠিত একটি দল কাটোয়া পৌর এলাকার ছয়টি ঘাট পরিদর্শন করে।দলে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর সাহা, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী-সহ বিশিষ্টরা