হরিশ্চন্দ্রপুর ২: পরিবারের রোজগারের মানুষের লিভারে সমস্যা, হরিশ্চন্দ্রপুরের তেতুল বাড়ীর পরিবার অসহায় অবস্থায়
টোটো চালিয়ে সংসার চালাতে পরিবারের রোজগারের মানুষ। কিন্তু বছর খানেক ধরে অসুস্থ হয়ে পড়ায় পরিবার যেন অথৈ জলে পড়েছে।হরিশ্চন্দ্রপুর থানার তেতুলবাড়ী এলাকার বাসিন্দা আনসারুল।তার লিভারের সমস্যা ধরা পড়তে প্রয়োজন রয়েছে উন্নত চিকিৎসা।কিন্তু এই চিকিৎসার জন্য যে ধরনের খরচ প্রয়োজন তা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও সেই কার্ডে চিকিৎসা হবে না এমনটাই বিভিন্ন হাসপাতাল জানিয়েছে।সরকারিভাবে সহযোগিতা হোক প্রাণে বাঁচুক আবেদন পরিবারের।