মন্তেশ্বর: বাড়ি পৌঁছাতে পারলো না এক বাস যাত্রী, মালডাঙ্গা-মেমারি বাসের মধ্যে মর্মান্তিক মৃত্যু!!!
বৃহস্পতিবার দুপুরে কুসুমগ্রাম বাড়ি ফিরবে বলে মেমারি নতুন বাসস্ট্যান্ড থেকে মালডাঙ্গা-মেমারি বাসে চেপেছিলেন রাজকুমার ঘোষ। কিন্তু কুসুমগ্রাম বাস স্টপেজে আর নামা হলো না। বাসন্তী নামের মালডাঙ্গা-মেমারি বাস টি বিকালে মালডাঙ্গা পৌঁছালে, কন্ট্রাকক্টর দেখে সব যাত্রী নেমে গেলেও ওই ব্যক্তি সিটে হাতল ধরে নিথর হয়ে বসে আছে। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে মন্তেশ্বর থানায় খবর দেওয়া হয়।