পূর্বস্থলী ১: SIR এবারে রেল অবরোধ! SIR এর নামে হেনস্তা, এমনই অভিযোগ তুলে পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধ স্থানীয়দের, এলাকায় উত্তেজনা
*SIR এবারে রেল অবরোধ* SIR এর নামে হেনস্তা করা যাবে না ও সমস্ত নাগরিকের নাম বাদ দেয়া যাবে না, এই দাবিতে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ: ভোগান্তির মুখে যাত্রীরা ।। নিঃশর্তভাবে সমস্ত ভারতীয় নাগরিকের নাম SIR (Standard Identification Record) তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের পারুল ডাঙ্গা এলাক। শুক্রবার সকালে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারা।