ঝাড়গ্রাম: পাড়ার সকলের এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পরেই বিদ্যাসাগরপল্লীতে নিজের ফর্ম বিএলও কে তুলে দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা
"হাতে একটু সময় নিয়ে 'সার' করলে এত সমস্যা হতো না", এনিউমারেশন ফর্ম পূরণ করে বিএলও হাতে তুলে দিয়ে বললেন রাজ্যের বন মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম পুরসভার ১৮ নাম্বার ওয়ার্ডের ১৭৩ নম্বর বুথে ভোটার মন্ত্রী। নিজের পাড়ার সমস্ত ভোটারের এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পরেই ফর্ম পূরণ করে বিএলও এর হাতে সোমবার দুপুরে তুলে দিলেন মন্ত্রী।