রানাঘাট ১: মানবিক রূপ তাহেরপুর পুলিসের, কালী পূজা উপলক্ষে ইটভাটার শিশুদের হাতে বস্ত্র ও খাতাপেন তুলে দিলো তাহেরপুর থানার পুলিশ
আবারও মানবিক রূপ তাহেরপুর পুলিসের। এবার কালী পূজা উপলক্ষে শিশুদের হাতে বস্ত্র ও খাতাপেন তুলে দিলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, প্রত্যেক বছর তাহেরপুর থানার পক্ষ থেকে থানা প্রাঙ্গনে কালী পূজার আয়োজন করে তাহেরপুর পুলিশ। এবং সেই পূজা উপলক্ষে প্রত্যেক বছরই বিভিন্ন সামাজিক কাজ করেন পুলিশ কর্মীরা। আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার স্থানীয় একটি ইট ভাটায় গিয়ে সেখানকার কর্মীদের হাতে ও ছোটদের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দেন।