মানিকচক: মহা অষ্টমীর পূর্ণ তিথিতে মথুরাপুরের মন্ডপে মন্ডপে পূজা অর্চনায় মেতে উঠল মানুষ
দূর্গা পূজার মহা অষ্টমীর পূর্ণ তিথিতে মানিকচকের মথুরাপুর এলাকার বিভিন্ন মন্ডপে মানুষের ভিড় উপচে পড়া লক্ষ্য করা গেল। পুজো মণ্ডপ গুলিতে বিভিন্ন প্রান্তের মহিলা পুরুষ একত্রিতভাবে অংশগ্রহণ করে অঞ্জলি দেওয়া থেকে সন্ধিপূজা সমস্ত কিছুতেই মেতে উঠলো। সর্বত্র চলছে দূর্গা পূজার বিভিন্ন রকম কর্মসূচি। মন্ডপ গুলিতে জাঁকজমকতার মধ্য দিয়ে হচ্ছে পূজাঅর্চনা। সকল প্রান্তের মানুষের সহযোগিতায় মেতে উঠেছে পুজো মণ্ডপ গুলি।